বিদ্যালয়ের ইতিকথা



শিক্ষা অন্ধকার থেকে আলোকিত জীবন দান করে মানুষকে তথা জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু অতীব পরিতাপের বিষয় তৎকালীন সময় অত্র এলাকায় দশ কিলোমিটারের মধ্যে ছিলনা কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। তাই শিক্ষা বঞ্চিত অত্র এলাকার মানুষকে শিক্ষিত করে তুলতে মাধ্যমিক স্তরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেছিলেন শেখ সম্প্রদায়ের শিক্ষানুরাগী ব্যক্তিগণ দীঘ দিন থেকে। এলাকার জনসাধারনের পক্ষ থেকে সুধীজনদের মধ্যে অন্যতম আটিয়াবাড়ী নিবাসী প্রয়াত আব্দুল জব্বার সরকার ও ভাঙ্গামোড় নিবাসী প্রয়াত এহেছান আলী ব্যাপারীর উৎসাহ ও অনুপ্রেরনা শানিত করে শেখ সম্প্রদায় কে তাঁদের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে। 

ফলশ্রুতিতে শেখ সম্প্রদায়ের সম্পদ সম্পাদনের প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলাধীন ফুলবাড়ী জেলার অন্তগত রাবাইতারী গ্রামে প্রতিষ্ঠা ভিত্তি স্থাপিত হয় ইংরেজী ১৯৫৭ সালে রাবাইতারী শেখ ব্রাদাস উচ্চ বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্টানের। স্বপ্নদ্রষ্ঠা প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্ব এহেছান আলী ব্যাপারীর আন্তরিক প্র্রচেষ্টায় তৎকালীন ঢাকা বোড কতৃক স্বীকৃতি লাভ করে শিক্ষা প্রতিষ্টানটি ইংরেজী ১৯৫৮ সালে। 

সৃষ্টি লগ্ন থেকে আজ পযন্ত বিদ্যালয়টি গব ও সুনামের সহিত মাথা উচু করে দাড়িয়ে আছে, ধারন করে আছে অনেক স্মৃতি। উৎপাদিত হয়েছে অনেক, কৃতি সন্তান যারা এখান থেকে উত্তীণ হয়ে উচ্চ শিক্ষা লাভ করে বিভিন্ন কম ক্ষেত্রে নিজেদেরকে করেছে সুপ্রতিষ্টিত।


মো: আব্দুস সামাদ সরকার 
প্রধান শিক্ষক
রাবাইতারী এস,বি বহুমূখী উচ্চ বিদ্যালয়